আত্মহনন এড়াতে
আত্মাহনন করছি নিয়ত।
দ্বন্দ্ব খরায় জং ধরা নখর দিয়ে
খামচে খুবলে নিচ্ছি আত্মার মাংস,
ফিনকি দিয়ে বের হচ্ছে
আত্মার বেদনার্ত অসিত অম্ল রক্ত।
প্রতিদিন সংসার নামক অন্ধকার রিমান্ড ঘরে
আত্মাকে দিচ্ছি থার্ড ডিগ্রি,
ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে
অরব করছি তাকে।
শরীর চলছে পুরোদমে,
রিরংসা, ক্ষুধা, তৃষ্ণা
আর কাম নিয়ে তুষ্ট হয়ে।
আত্মহনন তো মহাপাপ ...
সেই পাপ কি করে করি!