জীবন গেলো
তোমার তৃতীয় নয়নের খোঁজে,
তোমার মনের গহীন আবরণ উন্মোচনের লিপ্সায়,
তোমার মানসের সুর
যৌবনের প্রিয় গানের মতো কণ্ঠস্হের আকাঙ্খায়,
তোমার চোখের কথা
অলস দুপুরে পড়া প্রিয় উপন্যাসের মতো
হৃদয় পাতায় প্রলেপনের দুর্মূল্য অভিপ্রায়ে,
অসমাপ্ত কবিতার অবান্তর শব্দচয়নের মতো
আমার অতৃপ্ত সুখ বিলাস
তোমার তুষ্টিতে নিবেদনের কামনায়।
জীবন গেলো
তোমাকে দেবী ভেবে আপন সন্তোষের অন্বেষণে।
অথচ তুমি মানবী হয়ে
অতীন্দ্রিয় মৌনতায়
আমাকে দিয়ে গেলে শাশ্বত প্রেম আর জীবন।
জীবন গেলো
অর্পণ উপেক্ষায় ...
দেবীকে সন্ধান করে।
তোমার সান্নিধ্যে অজান্তেই মানব হলাম,
অথচ নিরূপিত অসিদ্ধ কবি হলাম
দেবীর খোঁজে।