মন কাঁদে না আর,
শূন্য বোধের অরব রাগে
ছিন্ন মনের তার।
মন হাসে না আর,
রিষ্টি শ্লেষের নিত্য শাপে
গুমোট মনের সাড়।
মন ডাকে না আর,
সুস্বর পবন রুদ্ধ মনের
দ্বার করে না পার।
মন ভাসে না আর,
অতল দুঃখ-সায়র গর্ভে
টানছে মনের ভার।
মন জাগে না আর,
নৃলোক পীড়ায় মন রুধিরে
বিষদুষ্টের ক্ষার।
মন মানে না আর,
অর্বুদ ক্লেশ অভিমানী মনে
নিরুদ্ধ চিত্কার।