জানো ... আমি এখন বন্ধু হয়েছি আমার,
শেষ অবধি থাকবো বলেছি
শুরু বাদে সব ভুলেছি
সজ্ঞানের যেই অধ্যায়গুলো কখনও ছিলো যে তোমার!
জন্ম .. ছিলো অনিয়ত,
মৃত্যু .. সে তো দ্বিধান্বিত,
ভালোবাসা .. সদা অতিরন্জিত,
প্রেম .. সে তো নিয়ণ্ত্রিত!
অনুভূতি .. ছিলো স্বভাববিহীন,
অভিনয় .. তাই ছিলো যে রঙীন,
চেতনা .. ছিলো বন্ধকী ঋণ,
কপটতা .. তাই ছিলো অমলিন!
জানো ... আমি আজ হয়েছি নিজেই নিজের দোসর,
কিছুই যখন ছিলো না আপন
আসক্ত বা অযুক্ত ক্ষণ
আপন ভূবনে একাই না হয় সাজাই জীবন বাসর।