এক জৈষ্ঠ্যে ঋণ দিয়েছো
মনটা রেহান করা,

আমি না হয় নিঃস্ব ছেলে
তুমি কেন হিসাব ভুলে
নিরর্থক এই প্রেম ঝুঁকিতে
নিজেই দিলে ধরা !

এক শ্রাবণে প্রেম দিয়েছো
স্নিগ্ধ শ্যামল ছোঁয়ায়,

আমার না হয় অস্হির মন
তুমি কেন হঠাত তখন
শান্ত মনটা খুব ভেজালে
গহন বর্ষা ধারায় !

এক আশ্বিনের শান্ত দুপুরে
হাতে রেখেছিলে হাত,

আমি না হয় খুব উন্মনা
তুমি কেন ভুলে সীমানা
বিধিনিষেধ টপকে করলে
হৃদয় কিস্তি মাত !

এক অগ্রহায়ণে জরদ রঙে
করলে আমায় সোনা,

আমার না হয় জীর্ণ বিষাদ
তুমি কেন দিয়ে প্রসাদ
আলোক হাসির প্লাবন সুখে
বাড়িয়ে দিলে দেনা !

এক মাঘের অনুষ্ণে দিলে
আলিঙ্গনের ওম,

আমি না হয় জমাট তুষার
তুমি দিয়ে সন্ধ্যা নীহার
নিরংশু এই মনের ঘরে
জ্বাললে কেন মোম !

এক চৈত্রের রৌদ্রে দিলে
কৃষ্ণচূড়ার লাল,

আমার না হয় বর্ষজুড়ে
মন-ঠিকানা ধূসরপুরে
তুমি কেন রঙ মাখিয়ে
করলে বেসামাল !