জয় করিনি জীবন খেলার যুদ্ধ কিংবা লড়াই,
সাদামাটা এই জীবনে আমার নেই বিজেতার বড়াই।

চাপের মধ্যে দিন কেটে যায় পাণ্ডু নীরস মুখ,
রোদে পোড়া ত্বক অবয়বে নেই নায়ক মার্কা লুক।

দৃষ্টিজুড়ে সাধারণ ভয় চলবে কি চলবে না,
ভদ্র কথায় সবার হৃদয় গলবে কি গলবে না।

বকেয়া ভাড়া বাকির বাজার ধার-কর্জের বোঝা,
এই নিয়ে রোজ পথচলা, আর মুক্তির উপায় খোঁজা।

এক সিগারেট দুভাগ করে দুই বেলাতে টান,
নেই ছাতা তাই বর্ষা এলেই অসম্মতির স্নান।

চা মুড়ি টোস্ট ডিম অমলেট নিত্য দিনের রুজি,
ভাত-মাছ-ডাল উচ্ছে ভাজা কল্পনাতেই খুঁজি।

উচ্চাশী সব বন্ধুরা বলে তুই শালা দুর্বল,
এতো দেখেও বুঝলি না তুই “উইনার .. টেইকস অল”।

বে-ফায়দা লোক তালিকায় প্রথমে আমার নাম,
চতুর সেয়ান কিভাবে হয় না-ই বা জানলাম।

আমি শুধু জানতে যে চাই কেমন আছো তুমি,
তোমার জীবন রঙীন, নাকি ধূসর মরুভূমি।

সবার মতো তুমিও আমায় ফেলে গেছো দূরে,
হতচ্ছাড়ার ছাপ দিয়েছো আমার জীবন জুড়ে।

মনে কি পড়ে তোমার জন্য একশ কবিতা লিখে,
সাজিয়েছিলাম প্রেমের ডালি কাব্য সুরভী মেখে ?

তুমি সেইসব ভুলেই এঁকেছো বাস্তবতার ছবি,
আমিই বোকা, রয়ে গেছি তাই তোমার জন্য কবি।