শুকনো হয়েছে হৃদয়,
তুমিহীনা মনে বেঁধেছে দানা
অপার নিদাঘ ভয়।

রিক্ত হয়েছে বুক,
তুমি-শূন্যতার ফাটল গলে
পালিয়েছে সব সুখ।

ফেরারী হয়েছে শান্তি,
তোমাকে হারানো ব্যাকুল স্মৃতিতে
অনুতাপে মোড়া ক্লান্তি।

আঁধার হয়েছে ঘর,
তুমি নেই তাই প্রণয় প্রদীপে
বিষাদ করেছে ভর।

অবক্ষয়ের শুরু,
তুমিহীনতার খরায় তপ্ত
চিত্ত হয়েছে মরু।

নিঃস্ব ... এভাবেই,
তোমার বিরহে নির্জলা মনে
বৃষ্টি সুধারা নেই।