**************************
(শিশুতোষ)
**************************

মা-গো শোনো তোমায় আমি
ভালোবাসি কতো,
এই আকাশের বুকটা জুড়ে
তারা আছে যতো।

মা-গো তুমি অনেক ভালো
সব থেকে সুন্দর,
তোমার জন্য ফুল পাখি গান
সুখের সরোবর।

মা-গো শোনো তোমায় আমি
কতো যে চাই কাছে,
নীল সাগরের পানি আর ঢেউ
যতো কাছে আছে।

মা-গো তুমি আমার কাছে
অনেক অনেক প্রিয়,
কান্না হাসির হৃদয়ে তাই
স্পর্শ তোমার দিও।

মা-গো শোনো তুমিই আমার
সবচেয়ে আপনজন,
তোমার জন্য যা-ই বা করি
ভরবে না এই মন।