তোমার দেয়া ক্রূর দুঃখরা
অঙ্গারের রূপ ধারণ করেছে বহু আগেই ...

এখন ওদের কৃষ্ণাভ বুকের মাঝে
আমার স্বল্প-সুস্হিত অহমিকারা জমাট বাঁধছে রোজ।

তমসাবৃত মনের আকরে
চোখ বুঁজেও দেখতে পাই
জেদ-কণিকারা একটু একটু করে
ঝাঁঝরি বানায় ত্রিঘাত কোনো স্ফটিকের অবয়বে।

সেখানে প্রতি নিঃশ্বাসে জমা পড়ে
আমার আজন্ম সব ক্ষোভ আর অভিমান ...
বুকের অনেক গভীরে
ওদের পরমাণুরা গড়ে কোনো এক সমযোজী বন্ধন।

হৃদয়টা এমনভাবেই নিরেট হচ্ছে অদ্যাবধি ...

কষ্টের তপ্ততা
ওকে স্পর্শ করে ফিকে হচ্ছে,
অনুভূতির উষ্ণতা
ওকে বিচলিত করছে না একটুও।

একদিন কোনো বিদারণে
গোটা হৃদয়টাই উঠে আসবে সূর্যালোকে ...

সেদিন দেখো ...

যাকে কৃষ্ণসীসের অভিশাপ দিয়েছিলে,
সে হীরা হয়েছে।