তোমার মনের ইচ্ছেরা কি
আমার মতোই একা ?
চার দেয়ালে বদ্ধ থাকে
পায় না আলোর দেখা!
তুমিও কি আমার মতোই
অন্তর্মূখী থাকো ?
কপিল রঙে মাখিয়ে স্মৃতি
বিষাদ ছবি আঁকো!
তোমারও কি আমার মতোই
অভিমানের গল্প ?
চাওয়া পাওয়ার হিসেব খাতায়
মিল হয়েছে অল্প!
তোমার প্রেমের আকাশটা কি
আমার মতোই নীল ?
সুখপাখিদের তাড়িয়ে যেথায়
উড়ছে ভূবন চিল!
তুমিও কি আমার মতোই
কষ্ট জমাও যত্নে ?
মনগড়া সব সুখকে খোঁজো
কৃষ্ণ ক্লেশের রত্নে!
তোমারও কি আমার মতোই
বেঁচে থাকার রোগ ?
বিয়োগগুলো ঠিকঠাক, তবে
ভুল হয়েছে যোগ!