জানতে কেন চাও ...
মনের ভেতর জমছে যে কোন
অন্যাসক্ত লোভ ...

মন তো তোমার তুমিই বলো
তাহলে কেন এমন হলো
লোভের হদিস পাচ্ছো না, তাই
জমছে মনে ক্ষোভ!

শুনতে কেন চাও ...
অন্য কথা ভিন্ন সুরে
মনের গোপন গান ...

মনটা নাকি ময়না তোমার
শেখাও যা তাই বলে বারবার
তুমি নাকি জানো যে তার
নেই অজানার টান!

খুঁজতে কেন চাও ...
মনের মাঝে হচ্ছে ভারী
কোন আবেগের ঋণ ...

মন নাকি আজ তোমার কেনা
তার হিসাবে তোমারই দেনা
তবু অধীর কাটছে কেন
তোমার নিশিদিন!

বুঝতে কেন চাও ...
কার আশাতে বুক বেঁধে মন
থাকছে প্রতীক্ষায় ...

মনের নাকি পূর্ণ স্হিতি
তোমার প্রেমে তৃপ্ত মতি
তবে কেন হচ্ছো আকুল
অযৌক্তিক ঈর্ষায়!