যতো পারো খোলশ ছাড়ো
খুলে ফেলো নেকাব,
আবরণের দিন যে গত
বদলে গেছে হিসাব।
পুরাতনের ঢাকনা এখন
রীতি-রেওয়াজহীন,
সচ্ছিদ্রের রঙ্গে শ্লথ
বর্ষীয়ানের দিন।
লেখায় কথায় ভাবনাগুলোয়
আলগা করে বাঁধন,
সবকিছুকে প্রশ্ন করো
কি-কেন-কবে-কখন ?
অনাবৃতের চমক দিয়ে
সাজাও প্রতি নিমিষ,
জাহির করো লোককে দেখাও
সেই কাজেই তো আমিষ!
ভাবতে পারো জীবন ছিলো
কত্তো সাদা কালো!
ভুল-সঠিকের সংজ্ঞা ছিলো
মন্দ না হয় ভালো!
কিন্তু এখন পাল্টে গেছে
‘গ্রে-স্কেলের’ ছবি,
ব্যাখ্যা শোধন ফ্যাশন এখন
রং মাখানোই ‘হবি’।
চলবে সবই, এটাই চলন
সবকিছুকে চালাও,
বিতর্কিত মন্তব্যে
‘লাইক’ ও ‘কমেন্ট’ বাড়াও।
নীতি নিয়ম লজ্জা যে আজ
প্রগতির পথে বাধা,
ভাঙলে এসব তুমি হিরো
মানতে গেলেই গাধা।
এখন চলন ঢাকনা খুলে
সবকিছুকে দেখার,
এখন ফ্যাশন অকালে পেকে
যা খুশী তা লেখার।
সেই লেখাতে হোক না ক্ষতি
মন সমাজ আর জাতির,
পিঁপড়া-ঐক্যে ধরুক ফাটল
কি আসে যায় হাতির ?