তুমি কবে আসবে বলো
তোমাতেই আলোর স্বপন,
হাসি সুখ আদর যতো
হৃদি মাঝে করেছি বপন।

তোমারই অপেক্ষাকে
নিশিদিন ভালোবেসে যাই,
আমাদের এই বসুধায়
তুমি ছাড়া আর চাওয়া নাই।

তোমাতেই আমার প্রিয়
প্রিয়তম আমি তোমাতে,
আছো তাই সবই আছে
অদেখা ভালোবাসাতে।

প্রিয়তম তোমার আশায়
সে প্রিয়া সেই সুখেতে,
আসবে তাই বলেই তো
ভালোবাসা সব ছোঁয়াতে।

পিতা আমি তোমার তরেই
তোমাতেই জননী আমি,
আমি-তুমি আমরা হবো
‘আজ’ থেকে হবো ‘আগামী’।

তোমার আশা আছে বলেই
বেঁচে থাকা ভালো লাগে,
আমাদের চোখের তারায়
গোলাপী স্বপ্ন জাগে।