চলে গেছো ...
তাই নিরুদ্ধ এই মন,
অনুভূতি আর জমা পড়ে না
'এ্যাকাউন্ট ওভারড্রন'।
তুমি নেই ...
তাই পীড়িত এই হৃদয়,
যেন জীবন-বীমা বাতিল
আর বিলুপ্ত সন্চয়।
ভুলে গেছো ...
তাই অনিশ্চিত অন্তর,
যেন নব-বিনিয়োগ দরখাস্তে
'ডিনাইড' সীলমোহর।
তুমি নেই ...
তাই দেউলিয়া এই মন,
বন্ধকী সুখ নিলামে
যেন ডিফল্ট হয়েছে লোন।
ফেলে গেছো ...
তাই হৃদয়ের সুখ লুপ্ত,
যেন হৃদয় ক্রেডিটে ন্যুব্জ
তার মূলধন বাজেয়াপ্ত।
তুমি নেই ...
তাই অন্তর নির্ধন,
যেন ভল্টটা নগদশূন্য
আর খোয়া গেছে বুলিয়ন।