টস জিতেছো বল নিয়েছো করবে খেলা শুরু,
নামছি মাঠে ঘামছি ভয়ে বুকটা দুরু দুরু।

তোমার বাবা সেকেন্ড স্লিপে পয়েন্টে তোমার মা,
সিলি মিড-অনে হবু শ্যালক বলছে ফেরত যা।

আমি হাতে ব্যাটটা নিয়ে নিলাম যখন গার্ড,
ভাবছি এদের মনকে জেতা একেবারে এ্যাবসার্ড।

বলছি তোমায় হাফভলি দাও দিও না বাউন্সার,
গুড লেন্থ দাও স্লোয়ার মারো দিও না ইয়র্কার।

তোমার বাবা ভাবছে আমার স্টাইলটা ভীষণ ওল্ড,
প্রথম বলেই করবে তুমি আমাকে ক্লিন বোল্ড।

কিন্তু তুমি হঠাত করেই দিলে যে লং হপ,
পুল শটে চার হাকালাম হলাম আমি টপ।

খেলতে দিলে আরাম করে করতে দিলে রান,
তোমার মায়ের স্লেজিং শুনে হলাম পেরেশান।

বুঝলো না কেউ তুমি কেন দিচ্ছো যে লুজ বল,
ওভার শেষের আগেই হলো টিম মিটিং-এর কল।

মিটিং করেও কাজ হলো না খেললাম আমি বেশ,
ভালোবাসার পাহাড় গড়ে করলাম ইনিংস শেষ।

ডিক্লেয়ারের পরে আমি দিলাম তোমায় ব্যাট,
পায়ে লাগলেও বললাম না, কি! হাউজ দ্যাট!

তুমিও ছিলে টপ ফর্মে খেললে চতুর্দিকে,
তোমার বাবার খুশি তখন আর কে আটকে রাখে!

তুমি আমি এমন করেই শেষ করলাম ম্যাচ,
মিসফিল্ডে চার ছাড়লাম মিস করলাম ক্যাচ।

তুমিও রইলে নট-আউট, তাই ড্র ছিলো কনফার্ম,
জবর লড়াই হলো, তবু ড্র-তেই ছিলো চার্ম।

এখন দেখি সবাই খুশি, বলছে ... স্প্লেনডিড,
কেউ জানে না, তোমার আমার ম্যাচটা ছিলো ফিক্সড।