ঊষার প্রথম আলোর ছোঁয়া
আমার যে খুব প্রিয়,

জল টলমল স্বচ্ছ পুকুর
আরাম ঘুমের অলস দুপুর
ডাহুক পাখির উদাসী সুর
বৃষ্টির সেই টাপুর টুপুর

আমার যতো প্রিয়, আমার
মা-কে দিয়ে দিও।

বিকালবেলার দুষ্টু খেলা
খুব যে আমার প্রিয়,

নৌকা রেসের ঝুপুর-ঝাপুর
বকুল মালা ঘাসের নূপুর
টক কাঁচা আম মিষ্টি খেঁজুর
জারুল তলায় ছায়ার মাদুর

আমার যতো প্রিয়, আমার
মা-কে দিয়ে দিও।

সন্ধ্যাবেলার শান্ত মায়া
আমার যে খুব প্রিয়,

ঈশাণ কোণে মেঘের সিঁদুর
জোনাক জ্বলা দূর বহুদূর
পিদিম আলোয় গল্প মধুর
ঘুমপাড়ানির সেই চেনা সুর

আমার যতো প্রিয়, আমার
মা-কে দিয়ে দিও।