এক শরীরে আটকা মনন
এক জনমের জেদে,
দুঃখ জমে মাংস হাড়ে
সুখরা জমে মেদে।
সময় মাতে রুধির স্রোতে
খেয়াল শ্বসন-দোলায়,
রতির পিয়াস লুকায়, অসিত
মগজ কোষের তুলায়।
প্রেমের বসত মন জানালার
বদ্ধ কুলুপ জুড়ে,
ইচ্ছে চাবি প্যাঁচ ঘুরালেই
প্রেমটা যাবে উড়ে।
ইচ্ছে চাবি গুপ্ত রাখা
হৃদি-নিলয়ের কোষে,
সংকুচিত সাহস কাঁপে
তাই মেকি আক্রোশে।
প্রাণ নলিকা আয়ু পুষে
নিত্য বিয়োগ ভয়ে,
ত্রস্ত আয়ু রেচন গদে
ঝরছে অবক্ষয়ে।
রিপুর তাড়ন কটির ঠেলায়
তুষ্টি খোঁজে উদর,
দুইয়ের লোভে রসনা চাটে
ঈর্ষা ক্লেদের অধর।
বুক সাগরের খুব গহীনে
ঘুর্ণিজলে স্মৃতি,
গুমরে কাঁদে চক্রে নাকাল
রূদ্ধ অভিরতি।
বিমূঢ় মানস বন্দী পিঠে
ক্লিষ্ট নিয়ম ঘাতে,
ব্যস্ত চেতন দিন করে পার
কষ্ট আসে রাতে।
ভাবনা করে পথিক, তবু
পথের মিতা চরণ,
আলিঙ্গনে খরা ... যদি
মন না করে বরণ।
জীবনবোধের অনুপ নিধি
এমনি ভরায় কায়া,
আত্মা বিবেক মন সাধনেই
এক জীবনের মায়া।