একদিন একা হবে সব একাকীত্ব,
কামনায় ভরপুর মন হবে রিক্ত,
দেখা শোনা জানা সব
থেমে যাবে কলরব ...
খরা হবে কান্নায়, হাসি হবে সিক্ত।
সেই দিন ভুল বুঝে একা থেকো কিছুক্ষণ,
সবকিছু পিছু ফেলে ভুলে যেও নিরূপণ,
অনাদায়ী পরাভবে
ডুবে যেও অনুভবে ...
রিপু রতি রাগ ভুলে শুধু খুঁজে নিও মন।
একদিন কবি হবো খসড়ার ফাগুনে,
ধূলোরঙা রোদ হবো অনুষ্ণ আগুনে,
কবিতারা হবে পর
ভাবনা খুঁজবে ঘর ...
নোনা হয়ে ঠাঁই নেবো তোমার ঐ নয়নে।
সেই দিন চোখ মুছে চোখ এঁকো কাজলে,
লজ্জার মাথা খেও খসে পড়া আঁচলে,
যে ছলনা নিশিদিন
ছিলো মনে পরাধীন
ছেড়ে দিও তারে, কেঁদো আসলে বা নকলে।
একদিন ভুলে যাবো আমি তুমি আমাদের,
তুমি হবে কারো, আর আমি হবো আকাশের,
ভালোবাসা মেঘ হয়ে
অবহেলা নেবে সয়ে
কখনও বা বর্ষণে সুখ দেবে স্খলণের।
সেই দিন স্মৃতি পটে এঁকো তুমি সোনা রোদ,
সাতরঙে ভরে নিও একা থাকা পরিবোধ,
কেঁপে যাওয়া আঁচড়ে
খেদ মাখা আদরে
মনে রেখো আমাকে, এইটুকু অনুরোধ।