যে আকাশ সবার চেনা
তার কাছে সবার দেনা,
তার বুকে হাজার তারায়
বোধ আজ খুব অচেনা।
লুব্ধকে ঝলমলে দুখ
মরীচির অঙ্গে অসুখ,
পুলহে হারানোর দাগ
অঙ্গিরা খোঁজে তমসুক।
বন্ধুটা কোন সে তারায়
সহোদর স্বজন কোথায় ?
সকালেই হাসছিলো যে
মেঘ কেন তারেই ভাবায় ?
পিতা মাতা কতো গুণীজন
হারিয়েছে কোলের রতন,
গগনের নীল চাদরে
দ্যুতিমান তাদের স্মরণ।
ফ্যাক্টরি দেয়াল ধ্বসে
আগুনের দহন পিষে,
নিরীহ হাজার প্রাণের
ঠাঁই হয় তারার দেশে।
খবরের প্রথম পাতায়
যার শোক ভাবনা জাগায়,
কবে আমি এমনি করেই
স্মৃতি হবো তারায় তারায় ?
কালো ত্রাস হিংসা রোষে
সমাজের অন্ধ কোষে,
অপঘাতে নিত্য বিয়োগ
কে মরে কার বা দোষে ?
কারও মনে প্রশ্ন শতেক
দ্বিধা ভয় তাড়না অনেক,
শুখা চোখে আরজি সবার
নিরাকার সব স্হিতি দেক।
অম্বর তবুও নীরব
বুকে মাখে মূক পরাভব,
রোদে জলে বিষাদ এঁকে
ভবে ঢালে ঋণগুলো সব।
সুনীল এই আকাশ জুড়ে
কোটি স্মৃতি বসত করে,
দুখিজন মর্তে বাঁচে
দাদনের মাতম জ্বরে।