তোমায় নিয়ে ভাবনা যতো
একটু যদি ছাড়া পেতো
অবাক হতে তুমি,
ভাবনা জুড়ে বৃষ্টিরা নেই
উষ্ণ ভাপের লু হাওয়াতেই,
তোমার গ্রীবার আদল জুড়ে
ফিনফিনে শ্বেত আঁচল ওড়ে।
তোমার চোখে কাজল কালো
নাভির নথে স্বচ্ছ আলো,
আতপ বরে নগ্ন বুকে
ঝিকমিকে ধূল হাসছে সুখে,
সুখ-উত্তাপের সেই দহনেও
স্নিগ্ধ মরুভূমি।
তোমায় ভেবে স্বপ্নে বিভোর
চুর প্রণয়ের উন্মাদী ঘোর
জানতে তুমি যদি,
সেই মদিরায় কাম বা ক্ষুধা
যা-ই আছে, তাতেই সুধা,
সুধার মিঠায় মাতন আঁকি
তুমিই সুরা তুমিই সাকি।
সেই মাতনের হৃত বারতায়
অস্থিরতা ... কাঁদায় হাসায়,
কুণ্ঠ মনের আগল খুলে
ইচ্ছে করে আঁকতে ভুলে
কামনা স্রোতের নদী।
তোমায় লেখা মন কবিতায়
কোন সে প্লাবন মনকে ভাসায়
বুঝতে যদি তুমি,
নেই তুমি তাও তোমায় খুঁজি
প্রেমেই ফতুর, প্রেমই পুজি,
একটুও নেই তোমার আশা,
তাও পুষি এই মূর্খ নেশা।
সবাই বলে কাব্যে আমার
নেই অমিয় নেই কোনো ধার,
তাও লিখে যায় এই ক্ষ্যাপা মন
কে জানে কোন বাতুল কথন
হয় প্রিয় পাগলামী।
তোমায় চাওয়া মূক বাসনা
একটু যদি মেলতো ডানা
কাঁপতো তোমার দেহ,
সেই বাসনায় নেই সীমানা
নির্গৃহ সে, নেই ঠিকানা,
পূর্ণ যে তার আপন আধার
নেই তবু তার গন্ডী কিনার।
হয়তো বা তাই হৃদ-বাসরে
মত্ত মনের আকাশ জুড়ে,
প্রণয় মেঘের এই তাড়নে
তোমায় ভেবে মন রমণে
কামকে পোষে নেহ।