দৃষ্টি যখন মনের ভাষা
প্রেমটা তখন সর্বনাশা ...
ব্যক্ত যখন সকল কথন
প্রেম হয়ে যায় অংক কষা।
নয়ন তোমার আঁকছে তেমন
সব হারানোর নীরব প্লাবন ...
শব্দহীন এই প্রণয় স্রোতে
অগাণিতিক জীবন যাপন।
স্মিত যখন ভাবের প্রকাশ
প্রেম বরষায় স্বচ্ছ আকাশ ...
ব্যাখ্যা শোধন চেষ্টা সেথায়
বৃষ্টি গোনার শঠ পরিহাস।
তোমার অধর ভাঁজে তেমন
প্রশ্নরা সব বিমূঢ় এখন ...
বিশ্লেষণের জটিল ধাঁধা
খুব সহজ এক সমীকরণ।
শৈলী যখন সোহাগ সুতান
শাশ্বত হয় যৌবন গান ...
বদ্ধ আয়ুর জৈব লোভে
সুখ হয়ে যায় ভুল অনুমান।
তোমার অনুপ শিল্পী ছোঁয়ায়
মৃত্যু ক্ষয়ের ত্রাসটা পালায় ...
এক শরীরে সুখ থাকে না
হৃদয় ভরে কানায় কানায়।
কাব্য যখন দুই হৃদয়ে
বুক কাঁপে না রীতির ভয়ে ...
লিখলে মনের সেই কবিতা
সমাজ তাকায় কি বিস্ময়ে!
তেমনি তোমার আমার মনে
গোপন কথন ছন্দ বোনে ...
কেউ জানে না কোন প্রীতিযোগ
মন-কবিদের এই মিলনে।