মনে রেখো ... একদিন লোনা জল,
বুকে জমে হবে প্রিয় নীলোপল।
যারে ভেবে অভিমানে জাগো রাত,
চোখ বুঁজে হাতে পাবে তারই হাত।
একদিন ঠিক সব হবে ভুল,
রূপো হবে দাম্ভিক কালো চুল।
গ্রে-স্কেল হবে চেনা সাতরঙ,
সাদামাটা হবে যতো প্রিয় ঢঙ।
মনে রেখো ... সেইদিনও তুমিও,
খুঁজবে নতুন কোনো রোমিও।
হয়তো বা মিলে যাবে টুকটাক,
মন তবু নাড়া দেবে, নাহ ... থাক।
একদিন একা থাকা হবে রোগ,
বৃথা হবে সামাজিক যোগাযোগ।
বাড়বে না ফ্রেন্ড-স্টক ইনডেক্স,
ভোঁতা হবে ক্যাজুয়াল প্রেম-সেক্স।
মনে রেখো ... সেইদিনও এই আমি,
রয়ে যাবো হয়ে চাওয়া বেনামী।
ক্ষোভে রাগে হেলে পড়া আবহে,
চোরা সুখ হবো প্রিয় বিরহে।
একদিন তুমি আমি আমরাই,
ফেলে দেবো যা আছে সবটাই।
তবু মনে চাপ দেবে প্রেমভার,
আমি ছাড়া আছেই বা কে তোমার ?
মনে রেখো ... একদিন এভাবেই,
চারিদিকে কেউ নেই, কিছু নেই।
তুমি আছো আর আছে নির্বেদ,
ঊন সুখে কৃশ বুকে স্হূল খেদ।
সেইদিনও আমি আছি, থাকবো,
দেয়া সব কথাগুলো রাখবো।
হয়তো বা কথাগুলো পুরোনো,
আজকের আয়োজনে লুকোনো।
মনে রেখো ... আমি শুধু লুকোনোই,
অগোচরে মন-ঘরে কথা দেই।
হয়তো বা সেই ঘর তুমিহীন,
তবু তুমি আসবেই একদিন।
সেইদিন সেই ঘর আমাদের,
কথা আর কবিতার আসরের।
বাকি সব থেমে যাবে তখনই,
মনে রেখো ... তুমি আমি এমনই।