হোক একটা প্রহর স্থির,
হোক একটাই প্রিয় ব্যথা …
হাজার প্রশ্নে বিক্ষত হোক
ছোট্ট সহজ কথা।
থাক হরিষে বিষাদে ছল,
থাক একটাই প্রিয় খেলা …
ভালোবাসা থাক মূক বা মৌন
হয়ে প্রিয় অবহেলা।
এই ত্রিভুবনে এভাবেই,
এই তুমি ছাড়া কিছু নেই …
ভালোবাসি শুধু তোমাকে
তাই তোমাকেই সব দেই।
হোক দেয়া নেয়া বেহিসেবী,
হোক মধু ও বিষের মিশ …
মোহিনী সোহাগে ক্লান্ত নয়নে
মিশে থাক স্নেহাশীষ।
থাক প্রেমের অংকে ভুল,
থাক হর আর লবে শূন্য …
শুধু ইতিহাসে লেখা প্রেমের কাব্যে
পাপ সব হোক পূণ্য।
এই কথারা কবিতা হোক,
এই আমরা তো মৃন্ময় …
তুমি আমি নেই গল্পটা হোক
বিপন্ন বিস্ময়।