এক মধুক্ষণ আসুক ফিরে
তুমি-আমি ভীষণ ভিড়ে,
দুই জোড়া চোখ আটকে পলক
যা কথা তা নিশ্বাসে হোক।
হয়তো সে ভিড় অফিস ছুটির
কিংবা স্কুলের কিচির মিচির,
শপিং খেলা ওয়াজ সমাবেশ
জগিং ডেটিং প্রমোদ আবেশ।
চারপাশে যা চলছে চলুক
সব ভেসে যাক আগুন জ্বলুক,
ঘুম দাহ ঠায় যার যা খুশি
যাক নিয়ে সব কান্না হাসি।
আমরা থাকি দুজন হয়ে
লোক-লাজ-ভয় দ্বিধা ধুয়ে,
ধাক্কা-গুঁতোর বোধ হারিয়ে
আমরা থাকি ঘাড় বাঁকিয়ে।
এক লহমার পরিসরে
কেউ ঠায় কেউ অল্প নড়ে,
চলুক সবার কথোপকথন
হর্ণ ইন্জিন শব্দ দূষণ।
হোক কোলাহল মিটিং মিছিল
রাস্তা আটক কিংবা শিথিল,
জ্যামের ভারে সারি সারি
আটকে থাকুক রিকশা গাড়ি।
হলোই না হয় ফাল্গুনী ছল
কিংবা শ্রাবণ ঝিরঝিরে জল,
জৈষ্ঠ রোদেও আপত্তি নেই
আমরা বিমূঢ় এক দেখাতেই।
আমরা পুরোই মুগ্ধ বিবশ
সেই ক্ষণে স্থির রাত্রি দিবস,
আসুক সে ক্ষণ একটাবারই
নেক বিশ্রাম জীবন ঘড়ি।