আমার ঘরে নেই জানালা
কিন্তু খোলা ছাদ,
ঘরের শ্বেতে জোছনা হাসে
লুকিয়ে কাঁদে চাঁদ।
চাঁদটা আমার পায় না দেখা
আমার মতো সে-ও একা,
বন্দি সে আজ মুঠোয় তোমার
ঠিক যেমন এই ঘরটা আমার।
নগ্ন ছাদের চতুর্ভুজে
দৃষ্টি আমার আকাশ খোঁজে,
তোমার বাঁধা জোছনা বরে
এমনই আছি একলা ঘরে।
তুমিই নিলে আকাশ আমার
আমায় দিলে ঘর,
ঘরটা আমার আপন হলো
তুমিই হলে পর।
আপন ঘরের চার দেয়ালে
মলিন শ্বেতের লীন আড়ালে,
থাকছি আজও যেমনটা চাও
চাঁদ বিনে আজ হাসছি যে তাও।
হাসির গভীর থাক অদেখায়
থাক অনুযোগ সরলরেখায়,
নাই বা থাকুক চাঁদটা কাছে
তাও ভাবি এই ঘর তো আছে।
তুমিও আছো, হয় তো বা পর
হয়েই আছো সাথে,
একলা আমি চাঁদকে খুঁজি
ঘুম না আসা রাতে।