যদি দেখা হয় জেনো কখনও তোমার
দুয়ারে ছিলেম দাঁড়িয়ে,
বন্ধ ছিলো না কবাট তবুও
দ্বিধা ছিলো আগ বাড়িয়ে।
যদি কথা হয় জেনো আমার কথারা
পথ চেয়ে ছিলো উন্মুখ,
কভু তোমার কথনে ছিলো হেলা
আর সেই হলো আজ প্রিয় দুখ।
যদি মনে পড়ে জেনো এখনও আমি যে
একা বসে লিখি কাব্য,
আজও তোমারেই ভেবে পদাবলী
বলো আর কার কথা ভাববো ?
যদি চোখ ভেজে জেনো অশ্রু-নোনায়
মিশে আছি সেই দুজনাই,
কেন মিলনের সুখ পরবাসে
থাকে অজানা, ছিলো অজানাই।
যদি মন কাঁদে জেনো একা তুমি নও
আমিও যে কাঁদি একাকী,
কষ্টরা বাঁচে অমাবশ্যায়
প্রেম বাঁচে হয়ে জোনাকি।
যদি কায়া কাঁপে জেনো কামুক মাতনে
একা তুমি নও লালসী,
প্রেম এমনই তো এক বাতায়ন
কাম সেই জানালারই শার্সি।
যদি ভুলতেই চাও ভুলই করছো
ভুলতে তো তুমি অপারগ,
আমি প্রিয় ভুল হয়ে থাকি মনে
আজও নির্ভুল এই সংযোগ।
যদি ঘুম ভাঙে জেনো রাতভর জাগে
মন হয়ে হিম-কণিকা,
আমি এখনও তোমারই মালাকার
তুমি আজও আমারই যূথিকা।