কোনো একদিন
গুরুপূর্ণিমার রূপোলী চাঁদ হবো
তোমার শ্রাবণ আকাশে ...
কোনো সত্যবতীর কোল আলো করে
আরেকবার জন্ম নেবে কৃষ্ণ দ্বৈপায়ণ ...
নতুন করে লিখবে সে ভালোবাসার লক্ষ শ্লোক,
কিন্তু এবার আর
গৃহবিবাদ বা কুরুক্ষেত্র নয়,
সেই বেদব্যাস লিখবে
প্রেম-জোছনায় উপচে পড়া আবেগের যুদ্ধে
আমার মতো সাধারণ কোনো প্রেমিকের
স্বেচ্ছায় হেরে যাওয়ার
অসাধারণ মহাকাব্য।