পরিবারতণ্ত্র,
বা সমাজতণ্ত্রের রাংতা-মোড়ানো
ছা-পোষা গণতন্ত্রে নয় …

নয় এমপি এমএলএ বাজারে
বস্তাভর্তি টাকার লেনদেন চুকিয়ে,
এর সাথে শুয়ে তার সাথে ধুয়ে,
স্পর্শকাতর বিশ্বাসের ধর্ষণে,
কখনও গালি বা কখনও গুলিবর্ষণে …

অথবা ব্যাংক-লুটা পশ্চাৎ-চাটা অশ্লীলতা-ঘাঁটা
শীতাতপ-নিয়ণ্ত্রিত একান্ত কর্পোরেট সুশীল মহলে
ঋণখেলাপি ফ্রডতাণ্ত্রিকদের সুরামত্ত বেলেল্লাপনায়,
শোকাভিভূত অতীতের জমাট অম্ল-অশ্রুর বিবৃতিতে,
বা টক-শো সেলিব্রিটি হালুয়া-রুটির বুদ্ধিজীবীর কলামে
কারও সাত পুরুষের জাতধর্মের নিকুচি করা চামচামিতে …..

সহস্র বছর রাজতন্ত্রের বেদীতে
পরবাসী শ্রমিকের কর-পূজোর বলিদানেও নয়,
বাকি পৃথিবীর অর্জন আর সম্পত্তি গ্রাস করা খোকলা শিল্প-বিপ্লব
আর রাজত্ব-দাসত্বের করমুখী ঐতিহ্যের
বেহায়া অনুষ্ঠানে …
বা এককথার শতরূপ ছিটিয়ে
বর্ণবাদের মাছ শব্দকোষের শাকে ঢেকে
অভিবাসী ক্রীতদাসের কাঁধে পা রেখে সাম্রাজ্যবাদের শক্তিতে অটল
বিবিসি ওয়েস্টমিনস্টার রাজ-গণতাণ্ত্রিক উপহাসেও নয় …

কিংবা নয় ফ্লোরিডা-টেক্সাস-নেভাদা
দোলন-রাজ্যের কারচুপি শুষে,
ক্লিভেজ-ফোকাস গ্ল্যামারে নারীকে পুষে,
কামক্ষুধার তাড়নাকে প্রাপ্তবয়স্ক রেটিং-এ
যৌন চলচিত্রে ঢুকিয়ে,
দেশভর্তি উজবুকের জ্ঞানহীনতার
মাসুল চুকিয়ে,
মেধাশূন্য রাষ্ট্রের পতাকা মহাশূন্যে উড়িয়ে
একই যুদ্ধতণ্ত্রকে দুই দলে ঘুরিয়ে পেঁচিয়ে,
মধ্যপ্রাচ্য নিধনের
অস্ত্র বাজেট-প্রতিযোগিতায় বিজয়ী
শ্বেত বাড়ির সাঁজোয়া
মহানায়কদের মতো …

তিয়ানমেন স্কয়ারে ছাত্রজনতার সাম্যে গুলিবর্ষণ করে
যারা সাম্যবাদের চিং মিং রাজবংশোতভূদ গণপ্রজাতণ্ত্রের জিং পিং উত্তরাধিকার,
পারমাণবিক দ্বন্দ্ব
আর অলিম্পিক পদক-তালিকায়
যারা মিল খোঁজে,
তাদের মতো ফাঁপা বুলি আর চোরা ক্ষমতার পরাশক্তিতে তো
একেবারেই নয় …

দারিদ্র-নিধন সংকল্পের মূলো-ঝোলানো বিশ্বব্যাংকের নি:স্বতার অভিযানে
মার্কিনী-ফরাসী গুপ্ত নির্দেশনার মতো …
বা ভাইরাস-যুদ্ধে ভাইরাস-কারিগরের
বানোয়াট বাণিজ্যে
দিনরাত কোভিড পরিসংখ্যানে
বিশ্বকে ভয় দেখানোর
অপরাজনীতির মতোও নয় …

তোমার জন্য আমার ভালোবাসার
চিরস্থায়ী, অকপট আর অবিসংবাদী
একনায়কতণ্ত্রের ইতিহাস,

কাঙ্খিত, বেফাঁস আর নিষ্কলঙ্ক স্বৈরতণ্ত্রের কাহিনী,

আর

পরাজিত, দেউলিয়া অথচ গর্বিত
একটি নির্ভেজাল প্রেমতণ্ত্রের কবিতা

এখনও লেখা হয়নি।