সংখ্যা বলে করছো যারে পর,
রঙে ঢঙে করছো আড়াল ঘর।
সময় তো নেই চার দেয়ালে বন্দি,
কেউ জানে না তার পালানোর ফন্দি।
তার চেয়ে বরং এমনি থাকি সুখে,
রঙ না মেখে বয়স মাখি মুখে।
সংখ্যাটাকে আপন করেই হাসি,
সুখেই বলি .... বয়স ভালোবাসি।
বেঁচে আছি বলেই তো এই বয়স,
খুব খেটেছি ... তাই তো এখন অলস।
পাওনা-দেনার হিসেব আজও চালু,
টেনশনে আর হয় না গরম তালু।
বয়স এখন প্রজ্ঞাসুখের বর,
উটকো ত্রাসে পায় না যে ভয়-ডর।
হোক ভাইরাস যুদ্ধ-মন্দা-বোমা,
কি আর হবে নতুন পরিক্রমা!
চলবে সবই ক্ষতির হিসেব গুনে,
কাটবে সময় পুরোনো প্যাঁচাল শুনে।
প্রয়োজনেই বুঝবে যে যার গরজ,
কে বলেছে পরিবর্তন সহজ ?
অদল বদল সবই এখন দেখা,
সবাই জানে ... উপরেই সব লেখা।
কেউ আগে কেউ পরে ... বুঝবে, যাবে,
লুকিয়ে বয়স আর বা কে কি পাবে!