জেনো ... আমারই জন্য তুমি,
আমাতে তোমার সুনীল আকাশ
আমাতেই মরুভূমি।

আমাতে বসুধা, অখিল, জলধি
আমাতেই মহাবিশ্ব,

আমাতে শ্যামল হরিত মলয়
গ্রহ উপগ্রহ শনির বলয়,
কাল বা কল্প, দৃষ্টি অলখ
ত্রিদিব নিরয় স্বর্গ নরক,
গণিত যুক্তি তর্ক মাত্রা
জন্ম জীবন কালের যাত্রা,
তবুও কেন যে সব পেয়ে তুমি
আমাতেই হও নিঃস্ব!

প্রাপ্তি-সীমায় বাধাই বীমা
অপ্রাপ্তি কেন দৃশ্যে,
আমারই গহনে হেসে খেলে তবু
কেন বাঁচো অবিমৃষ্যে ?

শুধু ... আমারই জন্য তুমি,
আমিই তোমার ওড়না সিদুর
হাতপাখা ঝুমঝুমি।

আমি অনুচিত, তবু কেন আমি
দোয়া পূজা প্রার্থনা ?

ঈশ্বর বরে নশ্বর করে
আমাতেই তুমি বাঁচো হাল ধরে,
সুখের অসুখে, অসুখের সুখে
নয়নে শ্রবণে কপোলে চিবুকে ...
আমারই কম্প আমার বিপথে
হাঁটো কেন বলো মেকি দ্বৈরথে,
প্রথা নীতি ভুলে কেন বুকে পোষো
অশালীন কল্পনা!

খাঁচা ফেলে যদি উড়তেই চাও
কেন পণ পরিদৃষ্ট,
পূর্ণতা যদি আমারই বিহনে
আমি-রোগে কেন ক্লিষ্ট ?

তাই ... আমারই জন্য তুমি,
আমাতেই রাখো ধূসর রঙিন
অনুরাগ মৌসুমী।