নিশি রাতে সবাই যখন নিদ্রায় ,
আমার থেকে তখন ঘুম দেবী বিদায় নেন।
আমি জেগে থাকি একা,
নিঃশব্দ রাত জড়িয়ে থাকে আমায়।
একজন ভালোবাসার মানুষ হলেও চলত ,
সারারাত গল্প করে কাটিয়ে দিতাম।
অথবা হতাম যদি পড়ুয়া শিক্ষার্থী ,
প্রথম স্থানটি দখলে রাখার জন্য
মুখ গুজে থাকতাম বইয়ের পাতায়।
এরকম আরো রাত জাগে মায়েরা,
তার ছোট্ট শিশুর পীড়া যে তাকে ঘুমতে দেয় না।
চোরের চোখও এই রাতে থাকে তীক্ষ্ণ
রাতের আঁধার কেটে সে ছুটে যায়
শিকারে , বেঁচে তো থাকতে হবে।
শুনেছি বিজ্ঞানীরাও নাকি
সৃষ্টির নেশায় না ঘুমানোর জেদ ধরে থাকে।
আমি বাবা এসবের কোনটাই না,
আমি জেগে থাকি হতাশায় ।
আমার স্বপ্ন যে খুন হয়েছে,
আমি বাঁচাতে পারিনি তাকে,
খুন হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছি।
আজ স্বপ্ন নেই , তাই ঘুমও আর আসে না।
আমি জেগে থাকি এই নিশ্ছিদ্র আঁধারে,
অপেক্ষায় থাকি সেই মুক্তির অন্ধকার নামার।