এই বয়সে তোমাকে
ভালোবাসি যতটা,
তারচেয়ে ভালোবাসি
ভালোবাসা ব্যাপারটা।
ঝড়ের বেগে আসা আবেগ,
মন আমার মৃদুমন্দ,
তির তির করে কাঁপে
আমার এই হৃদপিণ্ড।
যতটা তোমার জন্য তার
চেয়ে বেশি নিজের ভাবনায়,
ভেসে যাই কল্পনায়
কাছাকাছি হবার অস্থিরতায়।
বয়সের সাথে এই অসচ্ছ
রঙিন চাদর উড়ে যায় না,
আমরা একটা শুদ্ধ সঙ্গীর
খোঁজে আকুল হইনা।
বুঝতে শিখে যায় কেনো
থ্রিল নয় অস্থিরতা,
দরকার আত্মার মিলন
ভালোবাসার স্বাদের স্বচ্ছতা।
হৃদয়ে হৃদয়ে স্থাপিত
হবে যদি হয় বিয়ে,
কলবে কলবে যোগ
হবে ভালোবাসা দিয়ে।
শতজনে খুঁজেও আত্মার
মানুষ পাওয়া যায় না,
বরফের মত গলে যাওয়া
মানুষ এক জীবনেও পায়না।