লাইলাতুল মোবারাক
   এক মহিমান্বিত রাত,
নহে এটি কথিত ওই
          শবে বরাত।

অর্থে, ফজিলতে তা
   লাইলাতুল কদর যখন,
শবে বরাতের নামে
ফজিলত করো বর্জন ।

কুর'আন নাজিল হয়
   কদর এর রাতে,
কদর নামক এক সূরা
নাজিল করেছেন এতে।

কদর রাত রমজানে
  খুলে দেখ কুর'আন,
রমজানের শেষ দশকে
  হবেই না মধ্য শাবান।

আদম শিশুর ভাগ্য
     তিনবারে পর পর,
সৃষ্টির পূর্বে, মায়ের পেটে
     ও  রজনী কদর ।

ভাগ্য রজনী মধ্য শাবান
   তুমি পেলে ভাই  কই ?
কুর'আন হাদিস পড়ে দেখ
  তাহা মধ্য শাবান  নই?

জানালে কেন? শুধু আল্লাহ এক
রাতেই আসে দুনিয়ার আকাশে,
সত্য তো আল্লাহ প্রত্যেক রাতেই
আসেন রাতের শেষ তৃতীয়াংশে।

লাইলাতুল কদর
হাজার মাসের চেয়ে উত্তম,
বছর মাসে চুরাশি বছর
চার মাস অধিক সম।

অল্প সময়, অল্প ইবাদতে    
       উম্মতে মুহাম্মাদীকে,
দিলেন আল্লাহ হাজার মাসের
     উত্তম, ভাগ্য রজনীকে।

রাসুল (সাঃ) বললেন ,যদি
         পেতে চাও ক্বাদর ,
খোজ! রমজানের শেষ দশকে
        রাত্রি হবে বিজোড়।

ইবাদত করি মহান প্রভুর
    সম্মানিত রাত ক্বাদর ,
সালাত, তসবিহ আদায় করি
   মাগরিব হতে  ফজর।

হে আল্লাহ,  হে ক্ষমাশীল,
করি তোমায় আবেদন,
সুমহান রাত্রিতে আমাদের
গোনাহ করে দেও মোচন।
..  আমিন।