সারাজীবন বন্ধু ভেবে গেলাম।
তুমি ভাবলে প্রতিযোগী?
প্রতিযোগিতায় এগিয়ে যাও বন্ধু গন্তব্য হোক বহুদূরে
প্রতিযোগিতায় সরে গেলাম দূরে।
তোমাকে বন্ধু হিসেবেই চিন্তা করি!
তুমি কি প্রতিযোগী মনে করো।
আমাকে প্রতিযোগী মনে করো না
দয়া করে একটু প্রশান্তি দাও।
আমার সাথে প্রতিযোগিতা করো না প্লিজ
মৃত মানুষের সাথে কিসের প্রতিযোগিতা?