ঠিকানা দিলাম পোস্ট বক্স নং ১৯৯২
এক আখেরি মুহাব্বাতের অপেক্ষায় থেকে
তোমার লিখা না লিখা চিঠির কোনো প্রতিউত্তর হবে না।
শোক সংবাদ কেউ চিঠিতে লিখে না
তোমার ঠিকানাও কেউ জানে না।
আমি লিখা না লিখা কথা জমিয়ে রেখেছি
যেভাবে জমে গেছে আহত দিলের জখম
সব ব্যথা গোপনে করে দিলাম দাফন।