তাহার সাথে তাহার যাবতীয় পেরেশানি দাফন করে দেওয়া হয়েছে।
সে জীবনের সব পেরেশানি জখম নিয়ে খুব বেশি একলা হয়ে গেছে।
ভীষণ একলা পড়ে আছে তাহার কবর।
আচমকা এক স্বপ্নে আমাদের দুঃখ বিনিময় হয়,
জড়িয়ে ধরে কান্না হয়, মাঠের পর ধানের জমি কাঁদতে কাঁদতে পার হয়।
শুধু করা হয় দু'আ জিয়ারত।
আর জানা হয় না খবর তাকে মনে করে দিল পেরেশান করে সবর।
সে কি বৃষ্টিতে ভিজে?
না তাহার কবর ভিজে,
কবরের উপর ভিজা শিশিরগুলো জান্নাতী সাজ সাঝে।