আহত শরীর নিয়ে জানাযার নামাজে দাঁড়ানো যায় না।
যখম দিল নিয়ে যাওয়া যায় বার বার।
আহত হই মাঝে মধ্যে; দিল তো যখম ই থাকে সারে না ঔষধে।
বেদনাহত মজলিসে বসে থাকি শোক সংবাদ পাই।
বেদনার মেহফিল ছেড়ে জানাযায় যাই যখম দিল নিয়ে।
মাগফিরাতের দু'আ করি যে যখম বেদনা পার করেছিল জীবন, রব তা মাফ করে দিন জান্নাহ দিন।
বেদনার মেহফিলে বসে দেখি আমি মুসাফির আমার অন্তিম গন্তব্য কত কাছাকাছি।
বেদনার মেহফিল এর সীমানা কত বড় বাংলাদেশ ছাড়িয়ে ফিলিস্তিন না?
সারা দুনিয়াটাই বেদনার মেহফিল।
বেদনার মেহফিল ভাঙা হয় সাজানো হয়।
মিসাইল বোমার আলোয় ধ্বংস্তুপের ওপর
বেদনার মেহফিল হয়।
বেদনার মেহফিল হয় হতাশাগ্রস্ত পথিকের মনে।
বেদনার মেহফিলে সে একাই?
সারা দুনিয়ায় বেদনার মেহফিল।