আজ বাংলাদেশ স্বাধীন।
এই বিজয় হাজারো জীবনের বিনিময়ে কেনা বিজয়।
শত শত শহীদের রক্তের বিজয়,
হাজারো দেশপ্রেমিক ছাএ-জনতার আত্মত্যাগের বিজয়।
এ বিজয় আমার আপনার সকলের বিজয়,
অনাহারী মায়ের এক অম্লান সুখের বিজয়।
স্বৈরাচারে পরাজয়ের অপরিম আনন্দের বিজয়।
পরবর্তী বাংলাদেশ বির্নিমানের বিজয়,
সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার বিজয়,
এ বিজয় বাঙ্গালী জাতির সংগ্রামের বিজয়,
এ বিজয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানোর বিজয়,
এ বিজয় বাংলাদেশকে চিরজীবী করার বিজয়।