আহারে বেচারী,
প্রতিদিন সকালে খায় শুধু খিচুড়ি,
নেই কোন খবর কোন কিছুর’ই।

এই ভাব ভালোবাসা,
সব নয় মিছে আশা,
ঠিক ভাবে থাকলে,
মনে মনে রাখলে,
কত কিছু ঢাকলে।