আমি যখন হারিয়ে যাবো তখন তোমার গাংচিল দেখার স্বপ্ন পূরণ হবে!
হয়তো প্রশ্নটার উত্তর আর জানাই হবেনা,ভালোবাসা দ্বন্দ্বময় নাকি ছন্দময়?
নানান বৈচিত্র্যের রুপ-রসে মজে থাকবে তুমি
আহা, জীবন কত বৈচিত্র্যময়-
সবুজ ওড়নার ভাজে ভাজে জংলি বাতাস বয়ে যাবে তোমার
খোলা চুলে উড়বে তুমি মেঠো পথে,
ঐ পথে আমি হেটে আসবো না আর।
নুপুরের ঝংকারে লতাপাতা গুলো মাথা দোলাবে
আমি আর গলা ছেড়ে গাইবো না গান
আকাশের বিশালতা জুড়ে শুধু বেদনার নীল ছড়িয়ে ছিটিয়ে রবে,
বিধাতার দরবারে কাঁদবে আমার প্রাণ।
না চাওয়া মেঘ গুলো সহসা ভেজাবে তোমাকে
ভেজার আনন্দে আমি আর হাসবো না দূর থেকে
বক পাখিদের আনাগোনা বেড়ে গেলে
ছায়া হয়ে জড়িয়ে রবো তোমার কোলে।
না ফেরা জীবন আর জড়াতে চাইবেনা তোমায়
খেলা শেষে জিতে গেছো তুমি,
আমি কেবল নানান ছলনায় হারিয়েছি আমায়।
কুড়ে ঘরেরলক্ষ্মী হয়ে অন্য কারো পাশে থেকো তুমি
ভেবোনা এক পৃথিবী দুঃখ নিয়ে চলে গেছি আমি।
চলে যাওয়ার কথা ছিলো যে আমার
সাক্ষী ছিলো চন্দ্র, সূর্য, পাহাড়।
ক্ষমা করে দিও অতীতের সকল পাপ
সময় বুড়িয়ে গেলে
এ ধরায় আর ফেরা হবেনা
দেখা হবে পরকালে।