তোমরা যারা নিজেদের প্রয়োজনে সব সময় কাছে ও পাশে থাকো, অথচ আড়ালে কুৎসাহ রটাও, সমালোচনা করে বেড়াও, জেনে রেখো তোমরা আমার আপন না,তোমরা আমার সাময়িক প্রচারক।
বন্ধুত্ব বা আত্বীয়তার সুত্র ধরে সবসময় কাছে থাকো,কিন্তু স্বার্থের টানে সত্য ও ন্যায় নীতির বাহিরে চলে যাও, জেনে রেখো তোমরা আমার আপন না,হয়তো সাময়িক প্রয়োজন।
তৈলাক্ত চুলে তৈল দিতে পারো ইচ্ছা মত,কিন্তু আউলা চুলে তৈল দেওনা বেশি লাগবে বলে।
জেনে রেখো অন্যের কাছে তোমরা যেই হও না কেন,আমার কাছে তোমরা মৌসুমি জীব।
আমার বিশেষ অর্জন বা সাফলতায় তোমরা যারা আমাকে ক্ষতিগ্রস্ত করার পায়তারা চালিয়ে যাও এবং প্রতিহিংসার আগুনে পুড়ে মরো, জেনে রেখো তোমরা আমার আপন নহে। তোমরা আমার কেবলই সতর্ককারি।
তোমরা যারা নিজেদের স্বার্থ হাছিল করতে গোটা জাতির ক্ষতি করো,জেনে রেখো আত্বীয়তার সুত্রে তোমরা আমার কিছু হলেও কিন্তু তোমরা আমার আপন নহে,তোমরা সমাজের চিহ্নিত কলম চোর।
সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
১৪.০১.২০২১