তুমি আমি।
আমি হইতাম যদি প্রজাপতি
বসতাম তোমার চুল কোপায়
ভালবাসার রঙ মাখাইতাম
তোমার সারা গায়।
আমি হইতাম যদি তোমার নীল শাড়ি
থাকিতাম তোমার সারা অঙ্গে জড়িয়ে,
ভালবাসার মেকাপবক্স হয়ে সাজিয়ে দিতাম তোমায়
ড্রেসিং টেবিল হয়ে তোমার সামনে থাকতাম দাঁড়িয়ে।
আমি হইতাম যদি তোমার
বাড়ির ফুলেরি বাগান
ফুলের সুভাষে ভড়িয়ে দিতাম
তোমার বাড়ির উঠান।
আমি যদি হইতাম তোমার
ফুল বাগানের মালি
ফুলের মালা গেঁথে দিতাম
থাকিতাম হয়ে ফুলের কলি।
আমি যদি হইতাম তোমার প্রেমেরও ডায়েরি
পাতায় পাতায় লিখতে কবিতা ছন্দ সারি সারি
আমি যদি হইতাম তোমার প্রেমের উপন্যাস
বুকের উপর রেখে পড়তে সুয়ে সুয়ে
শব্দ সাজিয়ে করতে রচনা প্রেমেরি ক্যান-ভাস।
আমায় যদি করতে তুমি মনেরি মানুষ
আষাঢ়ে বৃষ্টি হয়ে পড়তাম টাপুষ টুপুষ,
আমি যদি হইতাম তোমার ঐ আকাশের চাঁদ
জোছনায় জোছনায় ভাসিয়ে দিতাম
মিঠাইতাম তোমার মনের স্বাদ।।
সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
১২.০১.২০২১
৫,৪০এএম।