হে দয়াময় উভয় কুলের সৃষ্টিকর্তা রহিম রহমান
মহা শুন্যে ঝুলিয়ে রাখিয়াছ জগৎ জুড়ে আসমান
আকাশ হতে বৃষ্টির সাথে
যমিনে ফেলছো অন্ন
সাগরের গভীরে জমিয়ে রেখেছো
খনিজ সম্পদ মনি মুক্তা স্বর্ণ,
সৃষ্টির সংবিধান দিয়েছো পবিত্র আল কোরআন
পরম ক্ষমাশীল দয়ালু তুমি হরফে হরফে প্রমাণ,
হে দয়াময় উভয় কুলের সৃষ্টিকর্তা রহিম রহমান
মহা শুন্যে ঝুলিয়ে রেখেছো জগৎ জুড়ে আসমান।
তোমার মহিমায় রয়েছে
অফুরন্ত দয়ারেই ভান্ডার
অনাহারীর মুখে দিচ্ছো
কত শত মজাদার আহার,
সকল তারীফ কেবলই তোমার
আমায় কর দান সহীহ ঈমান।
হে দয়াময় উভয় কুলের সৃষ্টিকর্তা রহিম রহমান
মহা শুন্যে ঝুলিয়ে রেখোছ জগৎ জুড়ে আসমান।
সকল ক্ষমতা তোমারেই হাতে
খেলছো খেলা বিশ্ব লয়ে
জীবের পরম হয়ে আছো গোপন
শির নত করাও তোমার ক্ষদ্রতের পায়ে,
তোমায় ভজন করিবার তরে
সৃজন করেছো জ্বীন-ইনসান।
হে দয়াময় উভয় কুলের সৃষ্টিকর্তা রহিম রহমান
মহা শুন্যে ঝুলিয়ে রেখছো জগৎ জুড়ে আসমান।
ঝর তোফান দুঃখ কষ্ট শত বেদনায়
তোমায় করিলেই স্মরণ,
নিমিষেই মুক্তি করে দিয়ে
কাছে টেনে করে নাও আপন,
জীবন শেষ হয়ে যাবে
শেষ হবে না তবু তোমার গুণগান,
হে দয়াময় উভয় কুলের সৃষ্টিকর্তা রহিম রহমান
মহা শুন্যে ঝুলিয়ে রেখেছো জগৎ জুড়ে আসমান।
৩০.০১.২০২১.
৫৩৩এএম।