তোমাকে পাওয়ার পর থেকেই, নীলিমার নীল আকাশের চাঁদ দেখার আর ইচ্ছা করে না,,কারণ______
নীলিমার চাঁদের চেয়ে তুমি অনেক আলোকিত।
তোমাকে পাওয়ার পর থেকেই ভোরের সুর্যের
সোনালি হাসি দেখার ইচ্ছা জাগে না,কারণ----
তোমার হাসিতেই লক্ষ তারার জোনাক জ্বলে।।
তোমাকে পাওয়ার পর থেকেই, গান আর কবিতার ছন্দ লিখতে কোন বিখ্যাত কবির কবিতা
পড়া লাগে না
তোমার দিকে তাকালেই শত শত গান আর কবিতার ছন্দ লিখা হয়ে যায়।
তোমাকে পাওয়ার পর থেকেই,সকল দুঃখ কষ্ট, চাওয়া পাওয়ার ব্যর্থ আত্ম চিৎকার, হাওয়ার মিঠাইর
মত মিলিয়ে গেছে,,,,কারণ
তোমাকে পেয়েই সকল চাওয়া পাওয়া হয়েগেছে।।
তোমাকে পাওয়ার পর থেকেই, ভবঘুরের স্বভাব এখন আর নেই,
শান্ত প্রকৃতির মানুষে নিজেকে গড়ে তুলেছি।।
তোমাকে পাওয়ার পর থেকেই, নতুন করে কোন স্বপ্ন দেখার স্বাদ জাগে না,,,
তোমার মায়াভরা মুখ দেখলেই সকল স্বপ্ন পুরণ হয়ে যায়।।
যে জীবন অনেক আগেই অনেক বার শেষ করে দেওয়ার বহু প্লান করেছি,আজ তোমাকে পাওয়ার পর থেকেই, শত বছর বেঁচে থাকার ইচ্ছা জাগে কারণ,,,, তোমাকে পেয়েই জীবনের অর্থ বুঝেছি।।
তোমাকে পাওয়ার পর থেকেই, নিজেকে স্বয়ং সম্পুর্ন করে তুলেছি,
শুধু তোমাকে পাওয়ার পর থেকেই।।।
সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ
০৯.০১.২০২১
১৪৪এএম