তোমাদের মহিমার ঋণ, হবে না কোন দিন শেষ।

                            
লাখো শহীদের রক্তে, আর
মা বোনের  ইজ্জতের বিনিময়ে
ফিরে পেলাম সোনার বাংলাদেশ,
তোমাদের  ঋণ, হবে না কোন দিন শেষ ,
পরকাল তোমাদের শান্তিময় হোক
খোদার তরে আমাদের এই পেশ।।

তোমাদের মহিমার ত্যাগ
জনম জনম ভরে থাকবে হয়ে ইতিহাস,
লক্ষ তারার জোনাক বাতি
তোমাদের নামে জ্বলবে অফুরন্ত মাস,,
গান কবিতা রচিত হবে তোমাদের নামে
যতদিন থাকিবে সোনার এই দেশ
তোমাদের ঋণ হবে না কোন দিন শেষ,,
পরকাল তোমাদের শান্তিময় হোক
খোদার তরে মোদের এই পেশ।।

তোমাদের নামে হবে কত স্বরণসভা
মসজিদে মসজিদে হবে দোয়ার মাফিল
দেশ তেপান্তরে বিজয় দিবসে
তোমাদের নামে হবে আনন্দ মিছিল।।
রাজাকার আলবদর পাকিস্তানি এজেন্টদের
দেওয়া হবে না তোমাদের গড়া দেশে প্রবেশ
তোমাদের ঋণ হবে না কোন দিন শেষ,,
পরকাল তোমাদের শান্তি ময় হোক
খোদার তরে মোদের এই পেশ।।

বীরের বেশে অকুতোভয়ে ঝাপিয়ে পড়েছিলে রণে
তোমাদের বীরত্বের  দাপটে পালিয়েছিল ওরা বনে
তোমাদের অক্লান্ত পরিশ্রম আর রক্তে ভেজা ঘামে
উপহার দিয়েছো রুপালী নতুন একটি স্বাধীন দেশ,
তোমাদের ঋণ হবে না কোন দিন শেষ।।
পরকাল তোমাদের শান্তি ময় হোক
খোদার তরে মোদের এই পেশ।।

ছেলে হারা শত মায়ের অশ্রু ঝরেছে  বুক বেয়ে
শত নারী হয়েছে স্বামী হারা,সন্তান থেকেছে পথও চেয়ে
শত মা বোনের ইজ্জত লুটিয়েছে হায়েনার দলে
তাদের আত্তত্যাগ জীবন জলাঞ্জলির মহিমায়
ফিরে পেয়েছি মাথা উচু করে চলার আপন স্বদেশ,,
তোমাদের মহিমার ঋণ, কোন দিন হবে না শেষ
পরকাল তোমাদের শান্তি ময় হোক
খোদার কাছে মোদের এই পেশ।।

রচনাকাল
১৬.১২.২০২০