সৃষ্টির সেরা মানুষ আমরা
পাপের রাজ্যে ধনি
ভাল কাজের পিছনে আছি,
মন্দ কাজের গুণি।
বিপদে পড়লে আল্লাহ আল্লাহ ডাকি
বিপদ মুক্ত হলে মুখ ফিরিয়ে রাখি
সুখের নেশায় মাতাল থাকি
নিজের সাথে দেই ফাঁকি,
স্বার্থপর মানুষ আমরা
তোমায় মনে রাখিনি,
সৃষ্টির সেরা মানুষ আমরা
পাপের রাজ্যে ধনি।।
লেবাসে মুসুল্লির বেশ ধরি
দিল কাবায় শয়তান পুঁজারি
মিষ্টি কথার বুলি ছাড়ি
অন্তরে বিষের ছুরি,
ছয় নয় করে দিন পুড়ছে
বিচার দিবসের কথা ভাবিনি,
সৃষ্টির সেরা মানুষ আমরা
পাপের রাজ্যে ধনি।
হাসি তামসায় যাইতাছে বেলা
নানান রঙের খেলছি খেলা
রঙে রঙে ভাসাইলাম ভেলা
অসৎ পথে করি ছলাকলা,
যার করণে জগত দেখলাম
তার খবর ত রাখিনি,
সৃষ্টির সেরা মানুষ আমরা
পাপের রাজ্যে ধনি।
এতিমের মাল ছিনিয়ে নিলাম
গাড়ি বাড়ির মহাজন হলাম
আরাম আয়েসে দিন পুড়ালাম
জবাব কি দেবো পরকালে
ঘুমের ঘরে সময় হারাইলাম,
ঐ পারের পুঁজি করলাম না সন্ধানী,
সৃষ্টির সেরা মানুষ আমরা
পাপের রাজ্যে ধনি।
সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
১৪.০১.২০২১