চোখের কোনে জল আসে মনে হলে গ্রামের
সেই গ্রামের কাঁদামাটি আজও লেগে আছে গায়ে,
বাড়ীর সামনে পুকুর পাড়ে বসতাম বিকালে
গোল্লাছুট আর পলাবান্দি খেলতাম সব মিলে,
ইচ্ছা করে যাই ছুটে আপন মাটিতে
ইট বালু পাথরের চাপায় আছি বন্ধি হয়ে
সেই গ্রামের কাঁদামাটি আজও লেগে আছে গায়ে।।
শীতের দিনে পুকুর ঘাটে থাকতাম রুদে বসে
ভাই বন্ধু খেলার সাথী পিছন থেকে ধাক্কা মারত এসে
কাঁদামাটি হাতে নিয়ে ঢিল ছুড়তাম জুড়ে
সারা শরীর ভিজিয়ে দিতাম জল ছিটিয়ে ছিটিয়ে
সেই গ্রামের কাঁদামাটি আজও লেগে আছে গায়ে।।
বৃষ্টির দিনে জাম্বুরা, ফুটবল, দিয়ে খেলছি কত খেলা
কচু পাতা দিয়ে ঢেকে রাখতাম পড়নের কাপড় গুলা,
সেই দিন নাই এখন আর, ভাসছে মডার্ণ যুগে
ক্রিকেট আর মোবাইল গেমে ঐতিহ্য গেছে বয়ে
সেই গ্রামের কাঁদামাটি আজও লেগে আছে গায়ে।।
চাল আর টাকা তুলে খেলছি বনভোজন খেলা
গলা ছেড়ে গান গেয়েছি সারা রাত্র বেলা,
সেই স্মৃতি এখনো চোখে ভাসে, বাস্তবে দেখা যায় না
চিরচেনা সেই গ্রামের সংস্কৃতি এখন শুধুই কল্পনা
গ্রাম এখন শুন্য খাঁচা, সমান ডানে বায়ে
সেই গ্রামের কাঁদামাটি আজও লেগে আছে গায়ে।।
সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
২০.১২.২০২০.