সৃষ্টির সেরা জীব হয়ে এসেছ ধরায়
অন্যের দুঃখ দেখে করিও না হেলা,
আসতে পারে এমন দিন তোমারো বেলায়
সবার প্রতিদিন যায় না একি ধারায়।

আজকে তুমি অনেক  সুখি হয়েছ বিত্তবান
কালকে তোমার নাহি থাকবে এমনো সম্মান,
দেওয়া নেওয়া সবই কেবল আল্লাহর দান
মিছে গৌরব করা ভাই শুধুই বেমানান।

চিন্তা করে দেখ আসা যাওয়ার নীতি
আভিজাত্য ধন দৌলত হবে কি সাথী?
কিসের এত অহংকার, তুমি কিসের সেনাপতি
দু’দিন আগেও ছিল না,  তোমার কোন গতি।

পরপারের চিন্তা করো, করিয় না গীবত
সৃষ্টির সেরা মানুষ হয়ে ত্যাগ করিও জগৎ,
আন্ধার ঘরের বাসিন্দা হয়ে যেওনা গো তুমি
তোমার ভালকর্মে দেখা দিবে জগতের স্বামী।

সবার সুখে হাসবে তুমি, কর অঙ্গীকার
অন্যের দুঃখে করবে না, কোন তিরস্কার,
সুখেদুঃখে পাশে থেকো, কর মানব সেবা
মানুষের মত মানুষ হবে, পাবে জীবনের শোভা।

সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
০৩.০৩.২০২১