প্রিয় জন্মভুমি সোনার বাংলা চোখে ভাসে কল্পনায়
বিরহ যন্ত্রনায় থাকি প্রবাস নামক জেল খানায়।

ভাই বোন স্ত্রী পুত্র যত আছে আত্বীয় স্বজন
সুখেদুঃখে পাইনা দেখা শুধু কাঁদি একাকি গোপন
তাদের কথা মনে হলে বুকের ব্যথা বেড়ে যায়
বিরহ যন্ত্রণায় থাকি প্রবাস নামক জেলখানায়।

তাদেরকে  সুখ সমৃদ্ধি সু শিক্ষিত করিবার তরে
ভিনদেশের মাটিতে থাকি ছোট্ট পিঞ্জিরার ঘরে
দেশে আইসা যখন দেখি ভাই নাই ভাইয়ের জায়গায়
বিরহ যন্ত্রণায় থাকি প্রবাস নামক জেলখানায়।

খেয়ে না খেয়ে দিনেরাতে করে যাই হারভাঙ্গা পরিশ্রম
চোখের সামনে কত কাজের সাথীর বের হইছে দম
এই সব কথা মনে হলে নিদ্রাহীন  রাত্রি পোহায়
বিরহ যন্ত্রণায় থাকি প্রবাস নামক জেলখানায়।

বিদেশের মাটিতে আইসা হারাইছি কত স্বজন
চোখের জলে বুক ভাসাইছি করে তাদের স্বরণ
দেশের মানুষ দেশেই থাকো হোক ডাল ভাত দু বেলায়
বিরহ যন্ত্রণায় থাকি প্রবাস নামক জেলখানায়
প্রিয় জন্মভূমি সোনার বাংলা চোখে ভাসে কল্পনায়।

সেলবরষ মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
২৪.০১.২১.