আমি মৃত্যুর সাথে হরদমেই করি সন্ধি,
তাতে কেউ কেউ আমায় বলে আমি নাকি প্রতিবন্ধি।
যাকগা,তাতে যায় আসে কি??
আমি ত আমার মতই আছি!
সবাই ত জানে মৃত্যু একদিন চুয়ে যাবে আমায়,
আমি এত দুর ভাবি না,
কারণ সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর সাথে হচ্ছে আমার দেখা,
মৃত্যুর ভয় করি না, মৃত্যুর সাথেই ত জীবনের সখা।
মুলত আমরা কেহই মৃত্যুর ভয় করি না,
যা করি চাওয়া পাওয়ার,
আমাদের চারপাশে চাওয়া পাওয়ার কোন অন্ত নেই
আমাদের আরও বেশি বেশি লাগবে।
লোভ লালসা আমাদের কে বটবৃক্ষ করে রেখেছে,
আমরা নিজেদের কে অমরত্ব করে রাখতে চাই,
অমরত্ব হারিয়ে যাওয়ারেই আমাদের মুল ভয়,
মৃত্যুর ভয় করি না, মৃত্যু নিয়ে এক বিন্দুও ভাবি না!
চাহিদার পিছনেই আমাদের শতভাগ দৌড়।
সেলবরষ-মামুদপুর(কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
০৪.০১.২১.
০৩.১১.এ এম।